যশোরের শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বেনাপোল হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির।
যুবদলের এই কর্মীসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি করার ঘোষণা দেন যশোর জেলা যুবদলের সভা এম তমাল আহমেদ। তিনি বলেন, যারা দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম মামলা হামলা অত্যাচার নির্যাতন এর শিকার হয়ে রাজপথে আন্দোলন করেছেন তারাই যুবদলের নেতৃত্ব দিবে। কারণ এরা ভবিষ্যাতে ও রাজপথে শহীদ জিয়ার লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করতে কোন রকম পিছপা হবে না।
এসময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা যুবদলের একটি বড় অংশ উপজেলা যুবদলের আহবায়ক হিসাবে ইমদাদুল হক ইমদা সদস্য সচিব হিসাবে আল মামুন বাবলু এবং বেনাপোল পৌরসভার আহবায়ক হিসাবে রায়হানুজ্জামান দিপু ও সদস্য সচিব হিসাবে মোঃ রিপন হোসেনকে নির্বাচিত করার জন্য জেলা, মহানগর ও কেন্দ্রিয় কমিটির কাছে দাবি জানান। যুবদলের নেতাকর্মীরা বলেন, ত্যাগী নেতাদের শার্শা ও বেনাপোল পৌর যুবদলের হাল ধরার জন্য তাদের দায়িত্বশীল পদে দেওয়ার জন্য আহবান জানান।
সমাবেশ শেষে উল্লেখিত উপজেলা ও পৌর নেতাদের নেতৃত্বে বেনাপোল শহরে একটি বিশাল মিছিল বের করা হয়।
খুলনা গেজেট/কেএম