খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা

বেনাপোলে ছয় কোটি টাকার এলএসডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের কাছে ছয় কোটি টাকা মূল্যের ৬ বোতল এলএসডি ফেলে পালিয়ে গেছে চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা এ অবৈধ মাদক উদ্ধার করেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আমড়াখালী চেকপোস্টের কাছে এক ব্যক্তি এ মাদক ফেলে পালিয়ে যায় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান। তিনি বলেন, আমড়াখালী চেকপোস্ট থেকে ২শ’ গজ দক্ষিণে রেললাইনের পাশ থেকে ব্যাগের ভেতরে এ মাদক পাওয়া যায়। রেললাইন ধরে হেঁটে আসা এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়। এলএসডি ছাড়াও ১৮টি ক্লপ-জি ক্রিম ও ১৯টি স্কিন সাইন ক্রিমও ব্যাগে পাওয়া যায় বলে তিনি জানান। এ মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে তিনি জানান।

‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ যা এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়। বাংলাদেশে এ মাদক নিষিদ্ধ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!