বেনাপোলের রাজগঞ্জ অভয়বাস গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন একটি সংবাদ পায় রাজগঞ্জের অভয়বাস গ্রামের একটি বাড়ির কবুতর ঘরের মধ্যে একটি অস্ত্রের চালান লুকিয়ে রাখা হয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ওসি মামুন খান নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে কবুতর ঘরের মধ্য থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজগঞ্জ অভয়বাস গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মালিককে আটকের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম