তামিম ইকবালের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর চিন্তার ভাঁজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কপালে। কে হবেন পরবর্তী অধিনায়ক সেই বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। অধিনায়কত্ব নির্বাচনের জন্য আরও সময় চাইল বিসিবি।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা জরুরি সভাতেও অধিনায়ক ইস্যুতে সমাধানে পৌঁছাতে পারেনি বিসিবি। সভা শেষে অধিনায়ক বাছাইয়ে কতটুকু অগ্রগতি হয়েছে সেই তথ্য জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
নতুন অধিনায়ক বাছাই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনও অধিনায়ক বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী ২-১ দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন, কে হচ্ছে নতুন অধিনায়ক। আমাদের পছন্দের তালিকায় যারা আছে, তাদের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিতে চাই। যেহেতু দেশের বাইরেও আছেন অনেকে, তাদের সাথে মুঠোফোনে প্রস্তাব দেওয়া হবে।’
জালাল ইউনুস আরও বলেন, ‘বেশকিছু ব্যাপার নিয়ে কথা বলতে হবে, আর যারা অধিনায়কের হওয়ার দৌড়ে আছেন তাদের সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব। এখানে প্লেয়ারদেরও একটা মতামত থাকবে। সেই বিষয়টিও আমাদের আমলে নিতে হবে। আমাদের হাতে ১২ তারিখ পর্যন্ত সময় আছে, এর আগেই আমরা অধিনায়কের নাম ঘোষণা করে দিব।’
এশিয়া কাপের অধিনায়ক কি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্বে থাকবেন? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুসের ভাষ্য, ‘আমরা আপাতত এশিয়া কাপের দল ঘোষণা করতে চাই। এরপর বাকিটা ভাবা যাবে। তবে অধিনায়ক হওয়ার তালিকায় সাকিব-লিটনদের পাশাপাশি মিরাজও আছে। তাদের মধ্যেই যেকোনো একজনকে আমরা বেছে নেব।
খুলনা গেজেট/টিএ