খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

বিশ্বনবী (সা:) বিশ্বজাহানের রহমত তিনি

আবদুস সালাম খান পাঠান

পরম শ্রদ্ধাভরে জানাই দুরুদ ও সালাম সর্বযুগের, সর্বশ্রেষ্ঠ
সর্বশেষ নবীজিকে (সা:) ।
রাসূলের (সা:) আদর্শ পালন সংকল্পে, ইসলামী সৌন্দর্যে
বিমুগ্ধ চেতনার-আনন্দ পুলকে –
আলোকিত করতে যেনো পারি, হৃদয় দুয়ার।
সদুপদেশ ও হিকমতে প্রজ্ঞায় ইসলামের দাওয়াতে –
নবীজির উম্মতে সবায়, কুরআনী জ্ঞানের আলো
ছড়িয়ে দিতে – ‘এগিয়ে যাই যেনো, ঈমানের শক্তিতে,
দৃঢ় চিত্তে।

নবুয়াতি জীবনে জাহেলী যুগের অপসংস্কৃতি – সমাজের
সব কুসংস্কার অনাচার রোধে নূর-নবীজি, সফল
এ দুনিয়ায়।
আল্লাহর একত্ববাদের বিশ্বাসে কুরআনের আলোয়
উজ্জীবিত জীবন ঈমানী তাকওয়ায়, মজবুত –
– সুন্দর মহিমায়।
ইসলামী মূল্যবোধ শিক্ষায়, তৌহিদ দীক্ষায়, জীবন
সংগ্রামে মুমিনজনে – শান্তিসুখ খুঁজে পায়।
নিয়ত আমার সালাতে, সওমের মাঝে, সকল গোনাহের
তওবায়, নাজাত দিও প্রভু আমার সকল প্রার্থনায়।
ইহলোক ও পরলোকের শান্তি-সুখ খুঁজি –
দিবসরজনী, তোমারই গুণগানে আরাধনায়।
রাসূলের (সা:) আদর্শে অনাড়ম্বর, পবিত্র জীবন গড়ি
রিসালাতের আনুগত্যে জীবন আজ জ্যোতির্ময়।

রাসূলের (সা:) শাফায়াত পেতে হাদীসের জ্ঞান
অর্জনের প্রচেষ্টা করি, চাই আখিরাতে চিরসুখ
কল্যান। চাই, রহমত, বরকত অফুরান।
আল্লাহ রাসূল প্রেমে অশ্রুসজল নয়নের জলে,
বুক ভরি,- ভরি দেহপ্রান।
প্রিয় নবীজির (সা:) প্রতি শ্রদ্ধা, ভলোবাসায় অশ্রুসিক্ত নয়ন।
জান্নাতী সুখ পেতে আগেই কাঁদে যে মন।

মহানবীর (সা:) ‘মদিনা সনদ’ মানবতার মুক্তিবার্তা,
সার্বজনীন কল্যাণ। গোটা বিশ্বজাহানের রহমত
তিনি, বিশ্ব শান্তির অগ্রদূত, মহামানব পরম দয়ালু
– হৃদয়বান। পরম শ্রদ্ধা ও ভালোবাসায়,
হাজারো দুরুদ ও সালাম জানাই
প্রিয় নবীজির (সা:) শান।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!