যশোর জেলার সাগর দাড়ী
কপোতক্ষের তীরে
মাইকেল মধুসুধন দত্তের
জন্ম যে এক নীড়ে।
আঠারো’শ চব্বিশ সালে
মধুজন্ম নিল,
জানুয়ারীর পঁচিশ তারিখ
সেদিন বিশ্বে ছিল।
মহান কবির মৃত্যুর পরে
কবির কর্ম জানলেন,
বাংলা-ইংলিশ কাব্য লিখে
বিশ্ব খ্যাতি আনলেন।
খুলনা গেজেট/এনএম