খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত সাড়ে ৭ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ সংখ্যা সাড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ক্রমাগত বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যাও।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৭৯৮। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৫ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৬০২ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনা সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০। এছাড়া মৃত্যু হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭। আর মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!