খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত

ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির বিরুদ্ধে ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন কার্ফ্যুর বিরুদ্ধে অসহায়, পঙ্গু ও বেকার শ্রমিকদের সহায়তা তহবিলের ৬১ লাখ ১৮ হাজার ৪৫৫টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের বিপুল পরিমাণ এ অর্থ আত্মসাতের অভিযোগে তার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) নগরীর নূর নগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনরা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, সহ-সভাপতি আবুল হোসেন কার্ফ্যু ইউনিয়নের জয়েন্ট ট্রান্সপোর্ট রেলিগেট ইউনিটের বেকার, পঙ্গু, অসহায় ও মৃত শ্রমিকদের পারিবারিক সাহায্যের কল্যাণ তহবিল থেকে অন্তত ৬১ লাখ ১৮ হাজার ৪৫৫টাকা আত্মসাত করেছেন। এর প্রতিবাদে গত ২৪ অক্টোবর সকালে রেলিগেট চত্বরে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বিক্ষোভ করে। উদ্ভুত এ পরিস্থিতিতে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি আবুল হোসেন কার্ফ্যুর সদস্য পদ স্থগিত করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!