খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

বিপিএলে বল টেম্পারিং করায় রবি বোপারার শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে বল টেম্পারিং করার ঘটনায় শাস্তি পেলেন রবি বোপারা। সিলেট সানরাইজার্সের এই ইংলিশ অলরাউন্ডারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বিপিএল কমিটি।

তবে বোপারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ম্যাচ ফির ৭০ শতাংশ জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন তিনি।

এর আগে গতকাল সোমবার প্রথমবার অধিনায়ক হিসেবে সিলেটের জার্সিতে নামেন বোপারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই বল টেম্পারিং করেন তিনি। ম্যাচের নবম ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলার সন্দেহ জাগায় বোপারার কাছ থেকে বল চেয়ে নেন।

টিভি রিপ্লেতে দেখা যায়, বাম হাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাঝা করছিলেন বোপারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুই আম্পায়ারের নজরে আসে। বলের আকৃতির পরিবর্তন কিংবা বল নরম হয়ে যাওয়ায় নতুন বল চেয়ে নেন আম্পায়াররা। সঙ্গে সিলেটের শাস্তিতে খুলনার স্কোরবোর্ডে জমা হয় ৫ রান।

মাঠে বোপারা আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। দুই হাত তুলে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। সিলেটের বাকি খেলোয়াড়দের চোখে মুখেও তখন উৎকণ্ঠা। নতুন বল নিয়েও বোপারা আড়াল করে বোলিং করেছেন। যা তার স্বাভাবিক বোলিং অ্যাকশন। ম্যাচটি অবশ্য তার দল হেরে যায় ১৫ রানে।

বিপিএলে ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন রবি বোপারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে এবার তার দল সিলেট আছে পয়েন্ট তালিকার একদম শেষে। যদি তিন ম্যাচের নিষেধাজ্ঞা না উঠে যায়, তাহলে এবারের আসরে তাকে হয়তো আর খেলতে দেখা যাবে না।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!