দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘অঘোষিত ফাইনালে’র মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ।
তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ১৫৪ রানে অলআউট প্রোটিয়া দলটি।
বুধবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে ৯ ওভার বল করে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন বাংলাদেশের গতিময় পেসার তাসকিন।
এই ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার একটি কীর্তিতে ভাগ বসান তাসকিন।
২০১২ সালে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন। সেই ম্যাচের পর ওয়ানডেতে আর কোনো পেসার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি উইকেট শিকার করতে পারেননি।
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের কারণেই ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করা সম্ভব হয়। সিরিজের প্রথম ম্যাচেও ৩৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তাসকিন। সেই ম্যাচে জিতে আফ্রিকার প্রথম জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। আজ জিতলেই আফ্রিকায় সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
বুধবার নান্দনিক বোলিং শেষে তাসকিন বলেন, আমি শুধু আমার প্রক্রিয়া এবং বেসিক কাজগুলো করার চেষ্টা করেছি। সৌভাগ্যক্রমে কার্যকর হয়েছে। আমি লাইন এবং লেন্থ ঠিক রেখে বোলিংয়ে কিছু বৈচিত্র আনার চেষ্টা করেছি। গত দুই বছর ধরে যে প্রক্রিয়া অনুসরণ করছি এটি তারই সুফল।
খুলনা গেজেট/কেএ