খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
  শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
  হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

জিম্বাবুয়েকে কত রানের লিড দিতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতি‌বেদক

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। অপরাজিত মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। অবশিষ্ট উইকেটের সুবাদেই বড় লিডের স্বপ্ন দেখছেন সেঞ্চুরিয়ান ওপেনার সাদমান ইসলাম।

আজকের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘আমরা মোটামুটি যদি ৩০০ (রান করতে পারি), এখন তো মিরাজ, তাইজুল ভাই আছে। ওরা দুইজনই ভালো ব্যাট করে। ওদের থেকে যদি ভালো জুটি যদি হয়, তাহলে অবশ্যই আমাদের এটা খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনে উইকেট কেমন হয় (দেখা যাক), আমাদের বোলাররা ভালো বল করলে অবশ্যই (সিরিজে) ভালোভাবে কামব্যাক করব ইনশা-আল্লাহ।’

এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬৪ রানের। তৃতীয় দিন লিডটাকে আরও বাড়িয়ে নেওয়ার কথা জানালেন সাদমান, ‘মিরাজ-তাইজুল ভাই যদি ওরা ভালো একটা জুটি গড়ে দেয়, ১০০+ (লিড) হয় আমাদের জন্য ভালো হবে আরকি।’

শেষ বিকেলে বাংলাদেশের দ্রুত উইকেট হারানো নিয়েও আফসোস ঝরেছে বাঁ-হাতি এই ওপেনারের কণ্ঠে, ‘আমাদের খেলায় বেশ ভালোর দিকে ছিলাম। ৩ উইকেট একটু বেশি হয়ে গেছে। উইকেট না গেলে হয়তো ১০০+ রানের লিডে থাকতাম। কালকে ইনশা-আল্লাহ দেখা যাক কী হয়।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!