বিদ্যুৎস্পৃষ্টে নগরীতে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) খালিশপুর থানা এলাকার মোংলা পোর্ট কোয়ার্টারে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাজ কুমার সরকার। ডুমুরিয়া উপজেলার সোনাগাছিয়া গ্রামের পঞ্চানন সরকারের ছেলে সে।
খালিশপুর থানার এস আই শওকত জানান, পোর্ট কোয়ার্টারে একটি সেফটি ট্যাংক করার জন্য গর্ত করা হয়েছিল। সেটি পানিতে পরিপূর্ণ হয়ো যায়। সকাল সাড়ে আটটার দিকে পানি নিস্কাষণের জন্য রাজ কুমার একটি মটর নিয়ে ওই গর্তে নামে। মটরের তার ত্রুটিপূর্ণ থাকায় তার সমস্ত শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সহযোগীরা বিষয়টি টের পেয়ে সাথে সাথে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ ব্যাপারে খালিশপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম