খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

বিদ্যালয়ের গেটের সামনে ইজিবাইক, ময়লার স্তুপ : চলাফেরায় অসুবিধা

একরামুল হোসেন লিপু

খানজাহান আলী থানার শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে খুলনা যশোর মহাসড়কের উপর অঘোষিত ইজিবাইক স্ট্যান্ড তৈরি করা হয়েছে। ফলশ্রুতিতে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্বাভাবিক চলাফেরা ও ঘোরাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিদ্যালয়টির মেইন গেট সংলগ্ন খুলনা যশোর মহাসড়কের উপর অঘোষিত ইজিবাইক স্ট্যান্ড থাকার কারণে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা করতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। গত দুই বছর আগে ওই মহাসড়কে ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ওই স্থানে ইজিবাইক দাঁড় করিয়ে যাত্রী উঠানামা কিছুদিন বন্ধ থাকার পর আবারও ইজিবাইক চালকেরা একই স্থানে ইজিবাইক থামিয়ে যাত্রী উঠানামা শুরু করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ইজিবাইক চালকদের একাধিকবার অনুরোধ, পরামর্শ এবং সতর্ক করলেও এ ব্যাপারে তারা কোন কর্ণপাত করছে না।

এছাড়া ওই স্থানে ইজিবাইকের কারণে পার্শ্ববর্তী শিরোমনি কেন্দ্রীয় বাজার মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। নামাজ আদায়ের শেষে বের হয়ে মসজিদের গেটে জটলা লেগে যায়। স্থানটিতে দুর্ঘটনার আশঙ্কা লেগে থাকে বিদ্যালয়টির পাশে একটি খাবার হোটেলের দগ্ধ কয়লা ইলেকট্রিক খাম্বার গোড়ায় রাখা হয়। একাধিকবার নোটিশ দিয়েও এই খাবার হোটেল ব্যবসায়ীকে তোলা সম্ভব হয়নি। শিরোমণি বাজারের খুলনা যশোর মহাসড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ময়লা ঝাড়ু দিয়ে স্কুল গেটের সামনে স্তুপ করে রাখে। এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে।

এছাড়া বিদ্যালয়ের পশ্চিম পাশ সংলগ্ন বসতবাড়ির মালিকদের বায়োগ্যাস প্লান্টের গোবরের গর্ত উন্মুক্ত থাকায় এর দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থী স্বাস্থ্য ঝুঁকিতে। গোবরের দুর্গন্ধে ক্লাসরুমের জানালা বন্ধ করে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। প্রচন্ড তাপদাহ জানালা বন্ধ করে ক্লাস করতে গিয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিষয়টি তাদের অবহিত করলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা পারভীন খুলনা গেজেটকে বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রথম যে বিষয়টি প্রায়োরিটি দেই সেটি হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। বিদ্যালয়ের ভেতরের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও বিদ্যালয়ের সামনে মেইন গেট সংলগ্ন স্থানে কে বা কারা প্রতিনিয়ত ময়লা ফেলে। এছাড়া বিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন সড়কে ইজিবাইক দাঁড় করিয়ে রাখার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে স্কুলের মেইন গেট সংলগ্ন ময়লা ফেলতে এবং ইজিবাইক দাঁড় না করতে নিষেধ করা হলেও বিষয়গুলি অভিযুক্তরা ভ্রুক্ষেপ করছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!