খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

বিদেশী প্রভুদের দয়ায় ক্ষমতায় আসতে চায় না আ’লীগ : সেখ জুয়েল

নিজস্ব প্রতি‌বেদক

আওয়ামী লীগ শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের পাশে থাকে না, অসহায় নিপরীত মানুষের পাশে থাকে। এটাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ। বর্তমান সরকার গৃহহীনদের গৃহ দিয়েছে, বেকার দের নতুন কর্মসংস্থানের সুযোগ যেমন করে দিয়েছে তেমনি নতুন উদ্যোগক্তা তৈরীতে সহায়তা করছে। বর্তমান করোনা মহামারী বা প্রাকৃতিক দূর্যোগ বা কোন দূর্ঘটনা আওয়ামী লীগ সবার আগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী আমরা। বিদেশী প্রভুদের দয়ায় রাতের আধাঁরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না আওয়ামী লীগ।

খুলনা- ২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল শনিবার দুপুরে নগরীর রূপসা কাঁচা বাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে আলাপ কালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর সংসদ সদস্য নগরীর ২০নং ওয়ার্ডস্থ টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান পপলু, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

এর আগে গত শুক্রবার রাতে সংদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল প্রয়াত যুবনেতা মনিরুজ্জামান সাগরের বাড়ীতে যান। শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!