সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসকারি জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় সীমান্তের হাড়দ্দহ গ্রামের ছোট বড় ১১৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ও তাদের মাঝে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা গ্রহণকারিদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬৬ জন মহিলা এবং ৩৬ জন শিশু রোগী রয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, বিজিবি শুধুমাত্র সিমান্ত পাহারা দেয় সেটা নয়, আমরা মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সেলক্ষ্য পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। আগামীতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টিএ