সাতক্ষীরায় এক অভিযানে বিজিবি সদস্যরা অপদ্রব্য পুশ করা ১৩০০ কেজি চিংড়ি জব্দ করেছে। মঙ্গলবার (২২ জুন) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের জিরো পয়েন্ট এলাকা থেকে এই চিংড়ি মাছ জব্দ করা হয়। চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের জিরো পয়েন্ট এলাকা থেকে অপদ্রব্য পুশ করা ১৩০০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইপাস জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপদ্রব্য পুশ করা ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৩০০ কেজি চিংড়ি জব্দ করেন।
পরবর্তীতে আটককৃত চিংড়ি মাছ ম্যাজিস্ট্রেট, শুল্ক কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত পর্ষদের মাধ্যমে রাত সাড়ে ১১ টার সময় ধ্বংস করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই