খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। আগামীতেও তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ইতিহাস ও সংস্কৃতি যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ভিন্নতা থাকলেও এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ। প্রাচীন, মধ্য, আধুনিক- কোনো যুগেই এই সহঅবস্থানের বন্ধন ছিঁড়ে যায়নি। আমাদের মহান মুক্তিযুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম-আন্দোলনে এবং অধিকার আদায় ও সংরক্ষণের সংগ্রামে বাংলার মানুষ সবসময়ই একত্রে থেকেছে। এ সময় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো আলাদা পরিচয় তাদের ছিল না।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানরা পারস্পরিক সহাবস্থানের এক অনুকরণীয় সংস্কৃতি গড়ে তুলেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের সুমহান ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য অব্যাহত রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তা কাজে লাগাতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এ সুমহান ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। বাঙালীর সাম্প্রদায়িক সম্প্রীতি সুমহান ঐতিহ্য সবাইকে ধারণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, বাবুল সরদার বাদল, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, রফিকুল ইসলাম ডাবলু, আওয়াল হোসেন ছোটন, মো. সফিকুজ্জামান হাসান, গ্লাক্সোর মোড় নব তরুন সংঘ পূজা উদযাপন কমিটির সভাপতি হরিদাস বিশ্বাস হরি, সাধারণ সম্পাদক হৃদয়ন শীল, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারণ সম্পাদক নিখিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি পরিতোষ হালদার ও গোপাল চন্দ্র ঘোষ, রূপসা মহাশশ্মান কালী মন্দিরের সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রতন কুমার ঘোষ, সহ-সভাপতি সমরেশ সাহা, সত্যপদ সাহা, শিবনাথ ভক্ত, অধ্যা. তারক চাঁদ ঢালী, গৌরাঙ্গ সাহা, প্রকৌশলী বাবুল দেবনাথ, তাপস সাহা, লিটন চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন রায়, দুলাল সরকার, মিন্টু সাহা, গৌতম কুমার শীল, সুমন দত্ত, সমীর সাহা, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ সহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এসময়ে কায়লাঘাটা সর্বজনীন কালী মন্দির, টোলের মোড় সর্বজনীন কালী মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির, গ্লাক্সোমোড় দুর্গা মন্দির, রূপসা মহাশ্বশ্মান সর্বজনীন মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং ভক্তকুলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা গেজেট/কেডি