খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, আহত দুই
  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাঘারপাড়া থানায় হানা দিয়েছে করোনা, দারোগাসহ আক্রান্ত ১২

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া থানা পুলিশের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত থানার মোট ১২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন ইনসপেক্টর ছাড়াও চার কর্মকর্তা রয়েছেন। বাকিরা কনস্টেবল পদমর্যাদার। শনিবার এ উপজেলায় করোনা শনাক্ত হওয়া তিনজনই পুলিশ সদস্য। একজন এসআই ও অপর দুইজন কনস্টেবল। এ পুলিশ কর্মকর্তা যশোর শহরের কদমতলায় এবং কনস্টেবল দুইজন মাগুরার শালিখায় নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে থানা সূত্র জানিয়েছে।

এরআগে গত ২৫ আগস্ট এক এসআই, এক এএসআই এবং তিন কনস্টেবলের করোনা শনাক্ত হয়। এছাড়া ২৮ আগস্ট একজন এএসআই ও এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়। তারা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার ও বাঘারপাড়া হাসপাতালের করোনা ফোকালপারসন ডাক্তার শাহ্ আলম রুবেল। তিনি বলেন, এ যাবৎ বাঘারপাড়া উপজেলার মোট ৩৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!