খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

বাঘারপাড়া থানার দু’দারোগাকে লাইনে ক্লোজ

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া থানার দু’দারোগাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপার তাদের লইনে ক্লোজ করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি সৈয়দ আল মামুন। এরা হলেন, থানার দারোগা তোবারক হোসেন ও হরসিত বাবু।

স্থানীয় সূত্র জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বরের নির্বাচনে এক প্রার্থীকে হারাতে তার পক্ষের নেতা কর্মীদের আটক করে পক্ষপাতিত্ব করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনকে সামনে রেখে একটি মামলার সূত্র ধরে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ২৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ নিয়ে বাঘারপাড়া এলাকায় তুমুল হৈচৈ শুরু হয়। এ ঘটনায় ওই দু’অফিসারকে ক্লোজ করা হয় বলে তথ্য ছড়িয়ে পড়ে গোটা বাঘারপাড়ায়।

এ ব্যাপারে ৮ ডিসেম্বর রাতে ওসি সৈয়দ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই দুই অফিসারকে লাইনে ক্লোজ করেছেন এসপি স্যার। প্রশাসনিক কারণে এ ক্লোজ আদেশ দেয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!