যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার দুপুরে বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া শেরশাহ সড়কের দয়ারামপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দয়ারামপুর গ্রামের জামান শিকদারের ছেলে। দূর্ঘটনায় আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, এদিন সকাল সাড়ে নয়টার দিকে শেরশাহ সড়কের দয়ারামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নারিকেলবাড়িয়া থেকে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান নামে দুইজন মোটরসাইকেলে চেপে বাঘারপাড়ায় যাচ্ছিলেন। একই সময় মনিহার বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন স্থানীয় যুবদল নেতা ইব্রাহিম। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম পেশায় মাইক্রোবাস চালক এবং স্থানীয় যুবদল নেতা।
আহত মহুরি নজরুল ইসলাম (৫০) ও মনিরুজ্জামান (৪০) নারিকেলবাড়িয়ার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা। তারা দুইজনই বাঘারপাড়া রেজিস্ট্রি অফিসের মুহুরি।
খুলনা গেজেট/কেএম