খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

ক্রীড়া প্রতিবেদক

কলম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম। প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যেই শ্রীলঙ্কার রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের হাইভোল্টেজ সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোতেই খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের ম্যাচটি। আজ বিকাল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ক্রীড়া গণমাধ্যম ক্রিকেটডটওয়ান জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝড়ও হতে পারে। ‘ওয়েদার ডটকম’র বরাত দিয়ে ক্রিকেটডটওয়ানের প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। বজ্রপাতসহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।

এমন আবহাওয়ায় ভেস্তে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য।

এদিকে টুর্নামেন্টের মাঝপথেই ম্যাচে রিজার্ভ ডে রাখার ঘোষণা দেয় এসিসি। কিন্তু সেটি কেবল ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য। বাকি ম্যাচগুলো বৃষ্টিতে পন্ড হোক আর নাই হোক তাতে কোনো ভ্রুক্ষেপ নেই এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। তাদের মূল লক্ষ্যই যেন ভারত-পাকিস্তান ম্যাচটির আয়োজন করা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!