বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। শুক্রবার (১০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে তাদের ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ২৬ রানের মধ্যে ফর্মে থাকা উইলিয়াম বসিস্টো (৬) এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (১) উইকেট খুইয়ে বসে তারা।
চারে নেমে খুলনার ইনিংসকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেন। প্রথমে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ধীরগতির ৩৩ এবং পরে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ঝড়ো গতির ৩১ রানের দুটি জুটি গড়েন তিনি।
তবে নাইম ২৪ এবং আফিফ দলীয় সর্বোচ্চ ৩৩ রানে খুলনার স্পিনার সোহাগ গাজীর স্পিনজালে ধরা পড়েন। আর ১১ বলে ২ ছক্কায় ১৮ রান করা অঙ্কনকে সাজঘরের পথ চেনান জিম্বাবুইয়ান রায়ান বার্ল।
শেষদিকে ইমরুল কায়েস ১৭ এবং স্পিনার নাসুম আহমেদের ১৮ রানের দুটি ইনিংস খেললেও চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত তা কাজে আসেনি।
দুটি করে উইকেট নিয়ে তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ান বার্ল দুটি করে উইকেট নিয়ে খুলনার ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন। এর ফলে ১৯.৩ ওভারে ১৫০ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে দলটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি (২৫ বলে ৪১) এবং রায়ান বার্লের (২৯ বলে ৪৮) ঝড়ো দুই ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান স্কোরবোর্ডে জমা করে রাজশাহী। খুলনার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন স্পিনার নাসুম।
এই জয়ের পরও পয়েন্ট টেবিলের পাঁচেই থাকছে রাজশাহী। পাঁচ ম্যাচে দলটির পয়েন্ট ৪। অন্যদিকে তিন ম্যাচ থেকে রাজশাহীর সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলের চার নম্বরে অবস্থান করছে খুলনা।
খুলনা গেজেট/এএজে