খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

বসুন্দিয়া-সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা দুরত্ব কমাবে ৪৩ কিলোমিটার রেলপথের

মণিরামপুর প্রতিনিধি

যশোরের বসুন্দিয়া থেকে মণিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে মণিরামপুরে মানববন্ধন হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় মণিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ‘হৃদয়ে মণিরামপুর’ ফেইসবুক গ্রুপ নামে একটি সংগঠন মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, আয়োজক শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নাভারন হতে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কাজ অতিদ্রুত শুরু হবে। ঢাকা থেকে পদ্মাসেতু, বসুন্দিয়া, যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মণিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পথে নির্মাণ করা হলে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেলপথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। এতে যশোরের সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। বক্তারা অবিলম্বে বসুন্দিয়া হতে মণিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত পথ নির্মাণের দাবি জানান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!