আজ যশোর মুক্ত দিবস। ৫১ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় যশোর জেলা। এই মাটিতে সেদিন উড়েছিল স্বাধীন বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় টাউন হল ময়দানে সর্বস্তরের মানুষ জমায়েত হয়ে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান। পরে বাদ্যের তালে তালে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনী বিএলএফের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, সহ-অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এএইচএম মাজহারুল ইসলাম মন্টু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুসহ যশোরের সামাজিক সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিভিন্ন স্লোগানে মুখর শোভাযাত্রাটি বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন এবং কবুতর উড়িয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়।
খুলনা গেজেট/ এসজেড