খুলনার ঐতিহ্যবাহী ‘শর্মা হাউজ’ বন্ধ হয়ে যাচ্ছে। করোনার ধকল সামাল দিতে না পারায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে আজ বুধবার(১২ মে) নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে।
তারা জানিয়েছে, প্রায় ৭ বছরের পথচলা শেষ হতে যাচ্ছে। শিববাড়ী মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় ২০ জুন ২০১৪-তে ৪০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে শুরু করে আপনাদের চাহিদার প্রেক্ষিতে ইকবালনগর মোড়ে আরো বড় করে প্রায় ৩০০০ স্কয়ার ফিট স্পেসে চলে আসি আমরা। প্রিয়জনদের সাথে নিয়ে আপনাদের গল্প, আড্ডা, ছবি আর গানে দিনে দিনে তৈরী হয়েছে ভালোবাসার অসংখ্য স্মৃতি। খাবার বলতে শর্মা, ওভেন বেকড পাস্তা, BBQ রাইস, পিজ্জা স্যান্ডউইচ, বিন টু কাপ কফি আর ব্রেইন ফ্রিজিং ফরমোসার সাথে মাঝে মাঝে আনলিমিটেড পিজ্জার অফার। ছিল রাত জেগে প্রজেক্টরে ওয়ার্ল্ড কাপ খেলা দেখা, আরো ছিল উৎসবের দিনে থিমটিক ছবি তোলা। কারো কারো প্রোফাইল পিকচার-এ এখনো আছে বাংলাদেশে লাল সবুজ পতাকার সাথে তোলা ছবি। কিন্তু সময় এসেছে এগুলো সাদা কালো স্মৃতির পাতায় তুলে রাখার।
করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছর থেকে শুরু হওয়া অর্থনৈতিক অবনতির ধাক্কা আমরা প্রথমবার সামলে উঠতে পারলেও এই বছর আর কোনোভাবেই পেরে উঠছি না। তাই আগামী ৩১ মে ২০২১ আমরা শর্মা হাউজ খুলনা শাখার কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা।
খুলনা গেজেট/ এস আই