খুলনার রূপসা ও বটিয়াঘাটা উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী অবৈধ কারখানায় অভিযান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এসব কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার মণ কাঠ ও ৮ হাজার মণ কয়লা জব্দ করা হয়েছে। এসব কারখানা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান জানিয়েছেন, জেলার বটিয়াঘাটা উপজেলার হাদিরাবাদ, নারয়ণপুর ও বাইনতলা এবং রূপসা উপজেলার শোলপুর এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ৮ অক্টোবর থেকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত ৪ হাজার মণ কাঠ ও ৮ হাজার মণ কয়লা জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তা প্রদান করেন।
খুলনা গেজেট/এআইএন