বটিয়াঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিনটি পালন করেছেন।
দিনের প্রথম কর্মসুচির মধ্যে ছিলো সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পন। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে মাল্যদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। থানার পক্ষ থেকে ওসি মোঃ রবিউল কবীরের নেতৃত্বে এবং সাব রেজিস্ট্রি অফিসের পক্ষ থেকে সাব রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসুর নেতৃত্বে মাল্যদান করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় সরকার, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, ওসি রবিউল কবীর।
এসম উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অপর্না বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, আইন বিষয় সম্পাদক এ্যাডঃ সোহেল রানা, সিঃ সাংবাদিক কবীর আহমেদ খান, সোহরাব হোসেন মুন্সি, সৌরভ বাছাড়, রুবেল হোসেন গোলদার, শাহিন বিশ্বাস, মানবাধিকার সংরক্ষণ কমিশন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
বেলা সাড়ে ১২ টায় দলিল লেখক সমিতির কার্যালয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কেক কাটার আয়োজন করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান কেককেটে জন্ম বার্ষিকীর উদ্বোধন করেন। বেলা ১ টায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিকেল ৩ টায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর ” বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পুজ্ঞ ২০২১” পান্ডুলিপি প্রকাশ উপলক্ষে লেখক নিশাকর বিশ্বাসের বাড়ি হাটবাটি গ্রামে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ টি আই