দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম Hasan Raza(খুলনা সাংবাদিক ফোরাম) নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এনে দিঘলিয়া থানা ৯ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।
দিঘলিয়া থানার এন্ট্রি হওয়া জিডিতে শেখ মারুফুল ইসলাম উল্লেখ করেন, এই মর্মে থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরীর আবেদন করিতেছি যে, ৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় দেখতে পাই যে, কে বা কাহারা ফেসবুক আইডি Hasan Raza (খুলনা সাংবাদিক ফোরাম) Link:https/www.Facebook.Com/profile.php? id হতে আমার ছবি ও নাম ব্যবহার করে আমার পারিবারিক সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুন্ন করার জন্য উক্ত আইডিতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর পোস্ট করিতেছে। যার কারনে আমার পারিবারিক ও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন ও হ্যানস্ত হতে হচ্ছে।
এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মর্মে তিনি দিঘলিয়া থানায় ডায়েরীর আবেদনে উল্লেখ করেন।
জিডি এন্ট্রি প্রসঙ্গে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার খুলনা গেজেটকে বলেন, ইতিমধ্যে আমরা আমাদের সাইবার টিমের সঙ্গে যোগাযোগ করেছি আইডিটা কে পরিচালনা করেন তাকে শনাক্ত করার জন্য। আইডির মালিককে সনাক্ত করতে পারলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরো বলেন, যে আইডি থেকে চেয়ারম্যানের নামে অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে সে আইডিটা ডিলিট করে ফেলেছে।
খুলনা গেজেট/এএজে