হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়দের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৮ ব্যক্তিকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, শনিবার বেলা ১টায় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীর আত্মীয় সলেমানের সাথে অপর রোগীর আত্মীয় তানজিয়া খাতুন আশার সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি ও গালিগালাজের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যেই সংঘর্ষে উভয় পেেক্ষর ১০জন আহত হয়। ভর্তিকৃত আহতরা হলেন ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকার রেখা বেগম (২৮), ইতি খাতুন (২০), পারভীন সুলতানা (৩০), সোহাগ মোড়ল (২০), লতিফা বেগম (৪৫), বিউটি বেগম (৩৫), বিথি খাতুন (২০) এবং তানজীয়া খাতুন আশা (৩৩)। তবে আহতদের মধ্যে বিউটি বেগমের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।
এ ব্যাপারে বিউটি খাতুনের স্বামী মিজানুর রহমান বাদি হয়ে ৫জনকে আসামী করে ফুলতলা থানায় মামলা করলে পুলিশ তানজীয়া খাতুন আশা ও তার পুত্র সন্দিপ আটক করে।
খুলনা গেজেট/ টি আই