খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ফুলতলা ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানের দণ্ড

ফুলতলা প্রতিনিধি

ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনীম জাহান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় গরুর মাংসের দোকানে মূল্য তালিকায় ৭ শ’ টাকা লেখা থাকলেও ভোক্তা পর্যায়ে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে বিক্রি করায় মোঃ মুছা মোল্যাকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় অপর দুই মুদি দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। সোমবার বিকালে অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে থানা পুলিশ সোমবার দিবাগত রাতে দামোদর এলাকা থেকে ইমন শেখ (২৫) কে ৬ লিটার দেশি মদসহ গ্রেপ্তার করে। সে গাড়াখোলা গ্রামের মাজেদ শেখ এর পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!