ফুলতলায় বিদ্যুতায়িত হয়ে সকরা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের দিনমজুর হাবিবুর রহমান আকুঞ্জীর স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় মেইন সুইচ বন্ধ না করে বৈদ্যুতিক লাইট লাগাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ আসলে বিদ্যুতায়িত হন তিনি । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলতলা থানার পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে জেলা প্রশাসকের অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট / আ হ আ