সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে খুলনার ফুলতলায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থীসহ ৭ চেয়ারম্যান প্রার্থী জামানত খুইয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী আটরা গিলাতলা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মোঃ ইকতিয়ার হাসান মওলা (৩৪৯), দামোদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জুবায়দা খান সুরভী (৫৯), মোঃ সেলিম সরদার (১৪০০) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সরদার গোলাম সরোয়ার (৩১৫), জামিরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী (১১৭৫), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক গাজী (২৮৩) এবং ফুলতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাকির মোল্যা (৫৫) জামানত হারাচ্ছেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কাষ্টিং ভোটের এক অষ্টমাংশ না পেলে প্রার্থীর জামানত বাতিল বলে গণ্য হয়। সে হিসেবে ওই সাত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
খুলনা গেজেট/ টি আই