নানা আয়োজনে এবারই প্রথম উদযাপিত হলো ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রোববার ফুলতলা উপজেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০১ শিক্ষার্থীর অংশগ্রহণে ভার্চুয়াল সভার মাধ্যমে খুলনা জেলা প্রশাসকের সাথে যুক্ত হন। এদিকে ফুলতলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এর মধ্যে আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ২টায় ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।
স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেঃ আফরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম প্রমুখ। আব্দুল লতিফ মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচি প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয। জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে পালিত হয।
অপরদিকে ফুলতলা থানার উদ্যোগে বিকাল ৩ টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। অতিথিবৃন্দ কেক কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জি, ক্যাপ্টেন আবুল বাশার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সুবোধ বসু প্রমুখ।
জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা মোঃ আসলাম খান। ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাসান ইমামুল হক ভুইয়া।
গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী। এদিকে খানজাহান আলী থানার উদ্যোগে বিকাল ৪টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, কেএমপির উপ পুলিশ কমিশনার বিএম নুরুজ্জামান, অতিঃ উপ পুলিশ কমিশনার খন্দকার লাবলী ও ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম