খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস পেলেন যারা

বিনোদন ডেস্ক

ভারতে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪। আর সেখানেই দেখা গেল হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে মেন এর মতো সিরিজ-ওয়েব ফিল্ম এর জয়জয়কার। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর।

গত রোববার মুম্বাইতে আসর বসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। এদিন সন্ধ্যায় যে তারার হাঁট বসেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। ওটিটি কনটেন্টগুলোর অভিনয়শিল্পীরা থেকে শুরু করে পরিচালক, প্রযোজকেরাও হাজির ছিলেন সেখানে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওয়েবফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য মোট ৩৯ বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে ওয়েব সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি সবথেকে বেশি ১৬ বিভাগে মনোনয়ন পায়। অন্যদিকে গান্স অ্যান্ড গুলাবস ১২ টি বিভাগে মনোনয়ন পায়। কালা পানি সিরিজের মনোনয়ন ছিল ৮ বিভাগে। এবার জেনে নেওয়া যাক, কোন বিভাগে কারা কি কি পুরস্কার পেলেন।

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)

ফিল্ম ক্যাটাগরি
সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি
সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!