খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনায় এক দিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০
  খা‌লিশপু‌রের হা‌সিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন, খালাস ৫
শেখ আবুল কাশেম হত্যা মামলা

ফাঁসির দন্ডপ্রাপ্ত তারিক এখন কোথায়?

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলায় একমাত্র মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোঃ তারিক এখন কোথায় ? এ নিয়ে আলোচনা চলছে সর্বত্র। সোমবার খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো খুলনার আলোচিত এই হত্যা মামলার রায়ে আসামি মোঃ তারিককে মৃত্যুদন্ড প্রদান করেন। এ মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের সবাইকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল খুলনা থানার অদূরে বেসিক ব্যাংকের সামনে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় খুলনার সন্তান শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিকাইল হেসেনকে। আসামীদের আবেদনের প্রেক্ষিতে মামলার বিচার কার্যক্রমে অচলাবস্থা চলে দুই যুগের বেশি সময়। চলতি বছরের তিন জানুয়ারি থেকে এর বিচার কার্য আবার শুরু হয়ে তা শেষ হয় ২৯ মার্চ, ২০২১। এ মামলার সকল কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে যে সাক্ষ্য প্রদান করেছেন তার সাথে আসামি তারিকের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিল থাকার কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তবে ফাঁসির দন্ডপ্রাপ্ত তারিকের বর্তমান অবস্থান সম্পর্কে কারো কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। আদালতের খাতায় পলাতক এই আসামির পুরো নাম মোঃ তারিক হোসেন, পিতা আবুল হোসেন, ঠিকানা পূর্ব ফটিকছড়ি, চট্টগ্রাম। সে এখন কোথায় আছে, তা কেউ সুনির্দিষ্টভাবে জানে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও নেই কোন তথ্য। কেউ বলছেন, সে সরকারি একটি বাহিনীর হাতেই বেশ আগে মারা গেছে। আবার অন্য সূত্রের তথ্য, প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে রয়েছে তারিক। সেখানে বসেই তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যচ্ছে।

উল্লেখ্য, তারিকের ছোট ভাই পুলক নিষিদ্ধ দল পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির একজন সক্রিয় সদস্য।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!