খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

প্রোটিয়াদের বোলিং তোপে দাঁড়াতেই পারছেনা টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

পোর্ট এলিজাবেথে জয় আউট হয়েছিলেন দলীয় ৩ রানে। এরপর নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল মিলে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ৮২ রানের মাথায় আউট হন তামিম। হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে তাকে শিকারে পরিণত করেন উইয়ান মুল্ডার। ৫৭ বলে ৪৭ রান করে ফিরে যান দেশসেরা ওপেনার।

তামিম আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সেই মুল্ডারই। টাইগার অধিনায়ক মুমিনুল হক নামের পাশে যোগ করতে সক্ষম হন মাত্র ৬ রান। এরপর মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে লড়ছিল বাংলাদেশ। তবে লিটন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি প্রোটিয়া বোলারদের তোপের সামনে। ১৪ বলে ১১ রান করে অলিভিয়েরের বলে সরাসরি বোল্ড হন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। টাইগারদের হয়ে ২৩ রান নিয়ে মুশফিকুর রহিম ও শূন্য নিয়ে ইয়াসির আলি ব্যাট করছেন। লাল সবুজের প্রতিনিধিরা এখনও পিছিয়ে আছে ৩২৯ রানে।

এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন কেশভ মহারাজ। এলগার ছাড়াও হাফসেঞ্চুরি করেন কিগান পিটারসেন, টেম্বা বাভুমা ও ডিন এলগার। পিটারসেন ৬৪, বাভুমা ৬৭ ও এলগার ৭০ রান যোগ করেন স্কোর বোর্ডে। বাকিদের মধ্যে রায়ান রিকেলটন ৪২, উইয়ান মুল্ডার ৩৩ ও সিমন হারমার ২৯ রান করে। এদের মধ্যে ডিন এলগার, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, কেশভ মহজারাজ ও সিমন হারমারের উইকেট নেন তাইজুল ইসলাম।

৬ উইকেট শিকারের মাধ্যমে টেস্টে বাংলাদেশের হয়ে দেড়শোর মাইলফলকে পৌঁছলেন তাইজুল ইসলাম। ৩৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ইনিংসের হিসাবে এটি তাইজুলের দশমবারের মতো ৫ বা তার চেয়ে বেশি উইকেট শিকারের ঘটনা। টেস্টে বাংলাদেশের হয়ে তাইজুলের চেয়ে বেশি উইকেট কেবল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার ৫৯ ম্যাচে নিয়েছেন ২১৫ উইকেট। ৩৩ ম্যাচে ১২৬ উইকেট নিয়ে তাইজুলের পিছু পিছু ছুটছেন মেহেদী হাসান মিরাজ। অথচ প্রথম টেস্টে তাইজুলকে একাদশেই রাখেনি বাংলাদেশ।

এ ম্যাচের আগে তাইজুল সবশেষ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে। তাকে ছাড়া এরপর আরও তিনটি টেস্ট খেলেছে টাইগাররা। এ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টেও ছিলেন না।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!