খুলনা জেলার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটিকে আজ শনিবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে তার জামিন নামঞ্জুর করে আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে তার বিরুদ্ধে সওজ কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দু’টি মামলা করে। ওইদিন দুপুরে রূপসা সেতুর টোলপ্লাজায় বাক-বিতান্ডার জেরধরে পুলিশের নায়েক রাজিব হোসেনসহ কয়েকজনকে মারপিটের অভিযোগ করা হয় মামলা দু’টিতে।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে মামলা করা হয়েছে বলে জানান, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। তিনি বলেন, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিফ রহমানের আদালতে আদালতে আসামীপক্ষ জামিনের আবেদন করেছিলেন, তবে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেহেতু রিমান্ডে নিয়ে স্বীকারোক্তির প্রয়োজন হবে না- বলে জানিয়েছেন তিনি।
রূপসা সেতুর টোল প্লাজার সুপারভাইজার মাসুদ রানা জানান, শুক্রবার দুপরে রূপসায় খানজাহান আলী (রূপসা ব্রীজ) সেতুর টোল প্লাজায় দায়িত্বরত পুলিশ নায়েক রাজিব হোসেনসহ কয়েকজনকে মারধর করেন ফাতেমা আক্তার বিউটি। এঘটনায় শুক্রবার মধ্যরাতে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান এবং নায়েক রাজিব হোসেন ও ফাতেমা আক্তার বিউটিসহ পাঁচ-সাতজনের নামে পৃথক দু’টি মামলা করেন।
প্রত্যক্ষদর্শী রূপসা সেতুর টোল প্লাজার সুপারভাইজার জানান, শুক্রবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ফাতেমা আক্তার বিউটি চারটি হায়েস মডেলের গাড়ি, দু’টি প্রাইভেটকার ও তিন-চারটি মোটরসাইকেলে করে ৫০-৬০ জনের একটি বহর নিয়ে খুলনা শহরে বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। টোল প্লাজার ৬নং লেন দিয়ে সিরিয়াল ভেঙে ও টোলের টাকা না দিয়ে পার হতে চাচ্ছিলেন। টোল আদায়কারীরা তাদের বাঁধা দেন। এসময় বিউটি, তাঁর দুই ভাইপো আহমদ আলী শেখ ও মোহাম্মদ আলী শেখ এবং মনি গাজী নামের এক যুবক গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে বিউটি সিকিউরিটি গার্ড রবিউলকে ধাক্কা দেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা শুনতে চাইলে ওই নারী পুলিশের নায়েক রাজিব হোসেনসহ দায়িত্বরত পুলিশদের জামার কলার ধরে মারধর করেন।
গ্রেপ্তার হওয়া ফাতেমা আক্তার বিউটি রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও রূপসা টেম্পু-অটোটেম্পু মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের স্ত্রী।
খুলনা গেজেট/এআইএন