পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও কলকাতা ও শহরতলি এলাকায় পুজোর আনন্দের মাঝেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ১৬২। এই ঘটনায় করোনা বিশেষজ্ঞরা গভীর উদ্বেগে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক রিপোর্টে বলা হয়েছে, নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৪২৯ জনের। করোনা আক্রান্ত ১৬২। হার ২.১৩%। আক্রান্তের দিক থেকে শীর্ষে কলকাতা। কলকাতায় আক্রান্তের সংখ্যা ১৬২। পুজোর আনন্দের মাঝে কলকাতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতায় যেভাবে পুজো দেখার হিড়িক বাড়ছে, তাতে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।
ঐ রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১১। এর মধ্যে কলকাতা-৩, উত্তর চব্বিশ পরগণা-৪, নদীয়া-২, দক্ষিণ চব্বিশ পরগনা-২। রাজ্যে করোনা সেরেছে ৭৫৫ জনের। সক্রিয় আক্রান্ত ৭৬৩৪। সুস্থতার হার ৯৮.৩২%। কিন্তু কলকাতার সংক্রমনের সংখ্যা বিশেষজ্ঞদের উদ্বেগে রেখেছে। এ নিয়ে নবান্নে ঘনঘন বৈঠকও করা হচ্ছে। পুজোমণ্ডপ দর্শনের ক্ষেত্রে নানান বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম