খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

পিয়াল হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ আসামি আটক

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকান্ডে জড়িত আমিরুল নামের আরও এক আসামিকে আটক করেছে পুলিশ।

আটক আমিরুলকে শনিবার (১৬ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে ৫আসামি আটক হয়েছে।

আটককৃত অন্যরা হলো, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুষার হোসেন।

আটককৃতদের মধ্যে একজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫জন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!