দলের বড় তারকাদের প্রতি কঠোর সিদ্ধান্ত নিয়েই যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তো তুলকালাম হচ্ছে। তাকে প্রাক বাছাই দলে রাখা হয়নি। মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি।
বরং এমবাপ্পেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ‘বম্ব স্কোয়াডে’। দলে অপ্রয়োজনী হয়ে পড়া খেলোয়াড়দের বম্ব স্কোয়াডে পাঠানো হয়। এবার নেইমারের প্রতি কঠোর হলো পিএসজি।
ব্রাজিল সুপারস্টার নেইমার পিএসজির প্রাক মৌসুম এশিয়া সফরের দলে ছিলেন।
তবে সেই সফর থেকে ফিরেই নেইমার ঘোষণা দিয়েছেন, তিনি আর পিএসজিতে থাকবেন না। ইতোমধ্যে বেশ কয়েকটি ক্লাব নেইমারকে পেতে আগ্রহী হয়েছে। এমতাবস্থায় নতুন মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখেনি পিএসজি। বাংলাদেশ সময় আজ রাত একটায় লোরিয়াঁর বিপক্ষে ম্যাচ দিয়ে প্যারিসের ক্লাবটি এবারের ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ অভিযান শুরু করবে।
শুধু তাই নয়, মূল দলের সঙ্গে অনুশীলনও করা হচ্ছে না নেইমারের। কারণ হিসেবে বলা হয়েছে, লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফেরা ব্রাজিল তারকার নাকি হালকা চোট আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটা আসলে নেইমারের প্রতি ক্লাবের বিরূপ মনোভাবের একটা বহিঃপ্রকাশ মাত্র। দুই পক্ষে বনিবনা না হলে নেইমারকেও বম্ব স্কোয়াডে পাঠিয়ে দেওয়ার আশংকাও করছেন কেউ কেউ। উল্লেখ্য, নেইমারের বার্সেলোনায় ফিরে আসার গুঞ্জন জোরালো হয়েছে।
খুলনা গেজেট/ টিএ