হে রব, রহমতে নিয়ামতে ভরে দাও আমার রিজিক – দৌলত – কর্মজ্ঞান।
সদা হৃদয়ে জাগ্রত তুমি পরম মহাজ্ঞানী খালেক, হে চিরমহান।
আকাশে চন্দ্র-সূর্য আলোকছটায় উজ্জ্বল, রাত্রি দিনমান।
সকল বিবর্তন, পরিবর্তনে তোমায় প্রভু সদা করি স্মরণ;
– করি, সদা তোমারই গুনগান!!
পার্থিব জীবনের সকল উপভোগে, সালাতে, মুনাজাতে
শতো তওবায়, করি নিয়ামতের শুকরিয়া আদায়
– মুক্তির পথ সন্ধান।
রাসূলের (সা:) আদর্শ পালনে দাও আমায় শক্তি, তোমার মহত্বের পূর্ণজ্ঞান। সকল গৌরব তোমার মহৎ দান।
অফুরান। দয়ামায়া ভালোবাসায় গড়েছো পরিবার পরিজন,
সংসার। সুন্দর ইসলামী আখলাকে পূতপবিত্র চরিত্রবান।
দ্বীনের জ্ঞানে পূর্ণ করো, হৃদয় আলোক, সুখ শান্তিতে রাখো,
‘দাও কুরআন-হাদীসের জ্ঞান, জানিতে ইসলামী বিধান’।
হে দয়াময়, প্রতিপালক, মানবে দিয়েছো মুখের বুলি
স্ব স্ব জাতির বর্ণমালা, ভাষা, প্রাণের তৃষ্ণা, সংস্কৃতি
– জ্ঞানের ব্যাপ্তি, নয়নদৃষ্টি, কান্না হাসি, অনুরাগ-বাসনা,
সুখের ভবিষ্যতে, পরকালের ও দ্বীনের জ্ঞানে ফুলের পাপড়ি
– সৌরভে আলোকিত করো মন! এই মোর প্রার্থনা।
আমার সকল আকুতি, সকল ইচ্ছায়, সকল গোনাহের
তওবায় দাও মুক্তি এই জিন্দেগান।
তাওহীদ ও রিসালাতের জ্ঞানে ত্যাগী জীবন গড়িতে,
মানবকল্যানে, উজ্জ্বল করো অন্তর ধ্যান, হে চিরমহান!!
লেখক: Abdus Salam Khan Pathan,
Ex-Director, Islamic Foundation Bangladesh.
খুলনা গেজেট/এমএম