পাপুয়া নিউগিনিকে ১৭ রানের ব্যবধানে হারিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে স্কটল্যান্ড সংগ্রহ করে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে পাপুয়া নিউগিনি রানে অলআউট হয়।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। ২৬ রানের ভেতর দুই ওপেনারকে হারায় স্কটিশরা। তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন ম্যাথু ক্রস ও রিচি বেরিংটন। ৩৬ বলে ৪৫ রান করা ক্রসকে শিকার করে এই জুটি ভাঙেন সাইমন আতাই। ক্যালাম ম্যাকলিওড ১১ বলে ১০ রান করে বিদায় নেন।
১৯তম ওভারে বিদায় নেন বেরিংটন। ৪৯ বলে ৭০ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৩টি ছক্কা। শেষের দুই ওভারে ৬টি উইকেট হারায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৫ রান।
পাপুয়া নিউগিনির পক্ষে ৪ ওভারে ৩১ রান খরচ করে চারটি উইকেট পান কাবুয়া মোরে। ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন চ্যাড সোপের।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাপুয়া নিউগিনি। ৩৫ রানের মধ্যেই ৫টি উইকেট হারিয়ে বসে দলটি। পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ছেছে বাউ ও নরম্যান ভানুয়া। দলীয় ৬৭ রানে ছেছে বিদায় নেন। তিনি করেন ২৩ বলে ২৪ রান।
ছেছে ফেরার পরে দলের হাল ধরেন নরম্যান। দ্রুত গতিতে রান তোলেন এই ব্যাটার। তাকে সঙ্গ দেন কিপলিন ডরিগা। ১১ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কিপলিন। ভয়ঙ্কর হতে থাকা নরম্যানকে সাজঘরের পথ দেখান জশ ডেভি। নরম্যানের উইলো থেকে আসে ৩৭ বলে ৪৭ রান।
পাপুয়া নিউগিনি অলআউট হয় ১৪৮ রানে। স্কটিশদের পক্ষে ডেভি শিকার করেন চারটি উইকেট। এই জয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে বসলো স্কটল্যান্ড এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পাপুয়া নিউগিনি।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড ১৬৫/৯ (২০ ওভার)
বেরিংটন ৭০, ক্রস ৪৫, মুন্সে ১৫;
কাবুয়া ৪/৩১, চ্যাড ৩/২৪।
পাপুয়া নিউগিনি ১৪৮/১০ (১৯.৩ ওভার)
নরম্যান ৪৭, ছেছে ২৪, কিপলিন ১৮, আসাদ ১৮,
ডেভি ৪/১৮।
স্কটল্যান্ড ১৭ রানে জয়ী।