নগরীর শিরোমণির বিশিষ্ট পাট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী বজলুর রহমান (৮৮) শনিবার (৩এপ্রিল) রাত ১টায় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২ এপ্রিল) বাদ জোহর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আকতার হোসেন, কাজী মনোয়ার হোসেন, ফকরুল ইসলাম, মোঃ সেলিম, নাসির উদ্দিন, বিল্লাল হোসেন, মিয়া রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, মিয়া এখলাস হোসেন, শেখ কওসার আলী, সাংবাদিক মোড়ল মুজিবর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইয়াসিন কাগজী,কাজী আনিচুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযায় ইমামতি করেন শিরোমণি বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসেন।
খুলনা গেজেট/ এস আই