সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার চুমকি (৩৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় শাকদহ ব্রিজের রেলিংয়ের সাথে মটরসাইকেলের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী মটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।নিহত গৃহবধূ শামসুন্নাহার চুমকি সাতক্ষীরার আশাশুনি সদরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুর রহমান টুকুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক সেনা সদস্য আসাদুর রহমান টুকু তার স্ত্রী শামসুন্নাহার চুমকি কে নিয়ে মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরার আশাশুনি সদরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদহ ব্রিজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনেই রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সামছুনাহার চুমকি ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত হন তার স্বামী আসাদুর রহমান টুকু ।
আহত আসাদুর রহমান টুকুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/কেএম