খুলনা মহানগরীর খালিশপুরে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যপরিষদের আহবানে সমাবেশস্থল ও মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের বিষয়টি অস্বীকার করছে খালিশপুর থানা পুলিশ। সকল রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে চালু এবং শ্রমিকের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের আহবানে আজ রবিবার বিকেলে কফিন মিছিলের কর্মসূচি ছিল।
আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুজয় শুভকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সকল রাষ্ট্রায়ত্ত পাটকল অনতিবিলম্বে চালু এবং শ্রমিকের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কৃষক-ছাত্র-জনতা ঐক্য ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে। একই দাবিতে গত ২ অক্টোবর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে, পাটকল সম্পর্কে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করেছে খালিশপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এআইএন