খুলনায় জলবায়ু তহবিলের অর্থের ন্যায্যতার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করে নগরীর শিববাড়ি মোড়ে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
ক্লাইমেট জাস্টিস ফোরামের উদ্যোগে বেসরকারি সংস্থা এ্যাওসেড ও সাংবাদিকেদের নেটওয়ার্ক কোস্টাল ভয়েস অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে অন্যতম ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। তাই চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলির সহায়তা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনজণিত ক্ষতির টাকা ঋণ নয়, অনুদান হিসেবে দিতে হবে। না হলে ক্ষতিগ্রস্ত দেশগুলির জন্য নতুনভাবে ঋণের বোঝা বাড়াবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মুজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রধান ড. তুষার কান্তি রায়, খুলনা উইমেন্স চেম্বারের সভাপতি অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু, মাহবুবুর রহমান মোহন, মোস্তফা জামাল পপলু প্রমুখ।
খুলনা গেজেট/এএজে