বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কি পাকিস্তানের ওপরও ভর করল! প্রথম ম্যাচে ১২৮ রানের লক্ষ্য টপকাতে বেশ ভুগতে হয়েছে তাদের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভুগছে পাকিস্তান। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তুলেছে কেবল ২৭ রান, হারিয়েছে ১ উইকেট।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দেয় ১০৮ রানের লক্ষ্য। পাকিস্তান জবাব দিতে নামলে ইনিংসের প্রথম ওভারেই স্পিনার মেহেদী হাসানকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ওভারে এক বাউন্ডারি খেয়ে পাঁচ রান দেন তিনি।
তাসকিনের করা পরের ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান মোহাম্মদ রিজওয়ান। ওই ওভারে আর কোনো রানই নিত পারেননি পাকিস্তানি ব্যাটসম্যান। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় বলে ফেরান পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে।
ইনিংসের চতুর্থ ওভারে এসে ৩ রান দেন তাসকিন। পরের ওভারে একটি ছক্কাসহ ৯ রান দেন মুস্তাফিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৩৬ রান তোলা পাকিস্তান হারিয়েছে ১ উইকেট।
খুলনা গেজেট/ এস আই