খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মন্টু’র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

পাইকগাছা প্রতিনিধি

উপ-নির্বাচনে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের দলীয় নৌকা প্রতীক পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এর আগে বিকাল ৪টায় দিকে তিনি দলীয় নৌকা প্রতীক নিয়ে ঢাকা থেকে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর পৌছালে শতশত নেতাকর্মীরা দলীয় মনোনীত প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুকে অভ্যর্থনা জানান। এরপর মটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা সদরে আসার পথে কপিলমুনি, আগড়ঘাটা, গদাইপুর, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান সমুহে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী মন্টুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কে,এম, আরিফুজ্জামান তুহিন, রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, চিত্তরঞ্জন মন্ডল ও রিপন কুমার মন্ডল, আওয়ামীলীগনেতা বিভূতি ভূষণ সানা, জি,এম, ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, এড. চিত্তরঞ্জন বিশ্বাস, আরশাদ আলী বিশ্বাস, কাজল কান্তি বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, কাউন্সিলর কবিতা দাশ, যুবলীগনেতা দ্বিজেন্দ্রনাথ মন্ডল, আকরামুল ইসলাম, সরদার কবির উদ্দীন, আব্দুল গফফার মোড়ল, ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা ও সালাউদ্দীন কাদের।

উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পাওয়ায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!