খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম, সাধনা ও আত্মসংযমের মাস। পবিত্র এ মাসটি আসে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। এ মাসে আমাদের সাম্য, সংযম ও মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সকলের। আমরা যদি নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করি, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবো। মহান আল্লাহ তায়ালা খুশি হয়ে আমাদের উত্তম প্রতিদান দেবেন। তিনি এই ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। এ সময় আরও বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
এরআগে অনুুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে