খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

পাইকগাছায় ২২০ টি পরিবারের মাঝে জমির কাগজ ও গৃহ হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি

“মুজিব বর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর শনিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করার পর পাইকগাছা উপজেলার ২২০টি পরিবারের মাঝে জমির সকল কাগজপত্র ও গৃহ হস্তন্তর করা হয়েছে।

এর মধ্যে হরিঢালী ইউনিয়নে ৫৪টি, কপিলমুনিতে ৩৪টি, গদাইপুরে ২২টি, রাড়ুলীতে ৩১টি, চাঁদখালীতে ২৫টি ও গড়ইখালীতে ৫৪টি পরিবার বসবাস করবে। এদিকে এ উপলক্ষে শনিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে উপকারভোগীদের মাঝে দলিল হস্তন্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীবৃন্দ, উপকারভোগী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে দলিল হস্তন্তরের পরে স্থানীয় সংসদ সদস্যসহ সকলে আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হয়ে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!